:কাঁদালে তুমি আমায়
----------------
আবু ছায়েদ মেম্বার
এই পৃথিবীটা স্রষ্টার সৃষ্টি
শতরূপে সবকিছু সাজানো,
তার মাঝে মানুষ সর্বশ্রেষ্ঠ
সর্ব জ্ঞানের অধিকারী মানব।
মানুষের অন্তরে ভালোবাসা
অজানা এক মুহূর্তে জন্ম নেয়,
ভালোবাসার মাঝে বংশ বুনিয়াদ
ভালোবাসার জন্য চাওয়া পাওয়া।
হঠাৎ করে মানুষের জীবনে
ভালোবাসা পাওয়ার প্রত্যাশা,
শুধু আমি নয়,সবাই চেয়ে তাকে
তুমি আমার জীবনে এসেছিলে।
তোমায় নিয়ে দেখতে থাকি স্বপ্ন
আটকে থাকি শত কল্পনা জল্পনা,
নিয়তির খেলা বোঝা বড় কঠিন
স্বপ্ন বাস্তব জীবনে,হলনা মোর।
হঠাৎ কি যেন হয়ে গেল তোমার
তুমি চাইলে আমি ওতে যেতে দূর,
কি ভুল ছিল আমি বুঝতে পারিনি
তুমি লোভে পড়ে ভুলে গেলে মোরে।
অধিক ভালবাসায় অধিক কষ্ট
আমি বুঝিনি বুঝতে পারিনি কখন,
তুমি এমন করে কাঁদাবে আমায়
আজ বুঝিস শুধু ভালবাসার কারণ।