ঠাকুরগাঁওয়ে যক্ষা আক্রান্ত ব্যক্তিদের ন্যায় বিচার প্রাপ্তিতে নেটওয়ার্কিং মিটিং
মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচীকে সফলভাবে বাস্তবায়নে যক্ষা আক্রান্ত ব্যক্তিদের ন্যায় বিচার প্রাপ্তিতে প্যানেল আইনজীবীদের সাথে নেটওয়ার্কিং মিটিং অনুষ্ঠিত হয়। ২৬ জুন বুধবার ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয়ের সভাকে এ মিটিংয়ের আয়োজন করা হয়। ঠাকুরগাঁও জেলা স্বাস্থ্য বিভাগ ও উন্নয়ন সংস্থা ব্র্যাকের যৌথ উদ্যোগে নেটওয়ার্কিং মিটিংয়ের বি.ডি.সি শরিফা খাতুনের সভাপতিত্বে বক্তব্য দেন রিসোর্স পাসন ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা: নুর নেওয়াজ আহমেদ, ব্র্যাক স্বাস্থ্য কমসূচী নিয়ন্ত্রণ প্রকল্প রংপুরের মোঃ জাফরুল আলম প্রধান, ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মো: জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক এ্যাড. মো: এন্তাজুল হক প্রমুখ।