রাসেল ভাইপার
———————-
আর কে হাসান রতন
বিষাক্ত সাপ রাসেল ভাইপার
গেছে পুরো বাংলা ছড়ে
যেখানে সেখানে আছে শুয়ে
নিচ্ছে জীবন কেড়ে।
সচেতন আর সাবধানে
ফেলতে হবে চরণ
না জানি এই সর্বনাশা
কখন আনে মরণ।
পানির স্রোতে ভেসে আসা
সব জায়গাতেই বাস
আতঙ্ক আজ হৃদয় জুড়ে
করছে সর্বনাশ।
ভয়ঙ্কর এই সাপের বিষ
দংশনে মৃত্যু অবধারিত
করছে বিস্তার সব জায়গাতেই
বাড়ছে ক্রমেই আতঙ্কিত।