অত্র আসনের এমপি,আইন প্রয়োগকারী সংস্থাসহ সংশ্লিষ্ট কতৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা
..…..................................
সাদুল্লাপুর নিরিহ ঝালমুড়ি বিক্রেতা শহিদ কে এলাকা থেকে উচ্ছেদের চক্রান্ত
উজ্জল মিয়া, (গাইবান্ধা প্রতিনিধি) ঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের বড় গোপালপুর গ্রামর নিরিহ ঝাল মুড়ি বিক্রিতা আব্দুস শহিত ৩৩ কে এলাকা থেকে উচছের পায় তারা করছে। একটি দুষ্ট চক্র,ভুক্তভোগী শহিদ প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন, জানা গেছে, গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ১১ নং খোদ্দকোমরপুর ইউনিয়নের বড় গোপালপুর গ্রামের মৃতু আইজ উদ্দিনের ছেলে আব্দুস শহিদ মিয়া। ঝালমুড়ি ও বাদাম বিক্রি করে তার জীবন জীবিকা নিবাহ হয। কয়েক রছর আগে বিয়ে করলেও তা ছাড়া ছাড়ি হযেছে বলে শহিদ জানান। স্ত্রী সন্তানহীন এ শহিদদের একটি ঘর ও বাড়ির ভিটাসহ কিছু জমি রয়েছে, শহিদের দাবী এলাকা থেকে উচ্ছেদের চক্রান্ত করে ওই জমিটুকু বেদখল করার অপচেষ্টা করেছে এলাকার কিছু কুচক্রীমহল। এ ছাড়া তার বাড়িতে প্রায়ই রাতে কে বা কারা ঢিল ছুড়ে আতংক তৈরি করে তাড়া আরো দাবী ওই কুচক্রীমহলটি যে কোন সময় তার বড় ধরনের ক্ষতি সাধনসহ প্রাননাশ করতে পারে। ভুক্তভোগী শহীদ আইনের আশ্রয় নেবেন বলে জানান। এ ব্যাপারে তিনি অত্র আসনের এমপি,আইন প্রয়োগকারী সংস্থাসহ সংশ্লিষ্ট কতৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।