“অবেলায় বুঝেছে বেলার দাম”
কবি- এ এস এম সাদেকুল ইসলাম
সবকিছু আজ হারায়ে তুমি
নিরব নিঃস্ব, রিক্ততায়,
সময় থাকিতে দাওনি সময়ের মূল্য
বেলার দাম বুঝেছো অবেলায়।
যৌবনে, শক্তিবল বীরত্ব কে
কাটিয়াছো মন্দ পথের পথ,
দিশেহারা আলোহারা
রিপুর তারন্যে গোমরাহিতে
ধরেছিলে নষ্ট ধৃষ্ট রথ।
ক্রোধ, ক্ষোভ হিরস ‘ তাকাব্বরে
কাটিয়েছো জীবন মদ্যপান আর ব্যবিচারে,
ভাবোনি একবারও তুমি
তুমি নহে অমর মৃত্যুহীন অক্ষয়
যেতে হবে-মরণ স্বাদ আস্বাদনে
অচেনা ঐ কবর ঘরে।
বিবাদে বিরোধে জড়িয়ে তুমি
গরীব’দুখির সম্পদ করিয়াছ লুণ্ঠন,
মিথ্যে কসম আর অশ্লীলতায়
কলুষিত করেছো খোদার দেওয়া পবিত্র দেহ-মন।
ধার্মিক সেজে ধর্মকে করিয়া পুঁজি
বিক্রি করে নৈতিকতা ‘কতই সস্তা দামে,!
মানুষের আড়ালে মনুষ্যত্বহীনায়-
পশুত্বকেও হার মানায় যে
তাহার সকল কর্ম- কামে।
কবি বলেন
সবার উপর মানুষ সত্য
ইহাই সত্য বাণী,
মনুষ্যত্ব বিহিন হয় না মানুষ
সর্বজনেই জানি।