লায়ন্স ক্লাব অব ঢাকা লালবাগ এর উদ্যোগে বৃক্ষরোপণ ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত
তৌসিফ রেজা (বিশেষ প্রতিনিধি)
নীলফামারীর সৈয়দপুরে' মানবতা আমাদের অনুপ্রেরণা ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে লায়ন্স ক্লাব অব ঢাকা লালবাগ এর উদ্যোগে ও লিও ক্লাব অব লালবাগ ডিলাইটস এর সার্বিক সহযোগিতায় বৃক্ষরোপণ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সোমবার ০১ জুলাই শহরের পাইলট উচ্চ বিদ্যালয়ে উল্লেখ্য অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা লালবাগ সৈয়দপুর শাখার সভাপতি লায়ন শেখ শামসুদ্দিন সাম্মু আশরাফী, অনুষ্ঠানের সভাপতিত্বে ছিলেন লিও ক্লাব অব লালবাগ ডিলাইটস এর উপদেষ্টা লায়ন মোঃ খুরশিদ আলম।
লিও ক্লাব অব লালবাগ ডিলাইটস এর সভাপতি আরশাদ খাঁন অনুষ্ঠানের উদ্বোধন করেন। বিভিন্ন স্থান থেকে আসা ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
লিও ক্লাব অব লালবাগ ডিলাইটস এর উপদেষ্টা লায়ন মোঃ খুরশিদ আলম বৃক্ষরোপণের নানা গুরুত্বপূর্ণ দিক নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির উদ্দেশ্য নানা দিক নিদের্শনা প্রদান করেন।
লিও ক্লাব অব লালবাগ ডিলাইটস এর সাধারণ সম্পাদক ইব্রাহিম আসওয়াদ লাবিব বলেন,আজ ১ জুলাই ২০২৪-২৫ সেশনের প্রথম কার্যদিবস উপলক্ষে আমরা বৃক্ষরোপণ ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান করেছি আগামীতে আমাদের আরো অনেক জনকল্যাণমূলক কার্যক্রম রয়েছে।