অদেখা
---- জাহিদুল ইসলাম মুন্সি
সন্ধ্যার আঁধারে ঝিঝি পোকার ডাকে,
তোমায় খোঁজে বেড়াই গভির রাতে।
খোঁজে বেড়াই শেফালী ফুলের সুভাসে,
খোঁজে চলি বৈশাখী ঝড়ের ধ্বংস্তুপে।
সাগরের উত্তাল ঢেউয়ের গভিরে,
কখনো বা নীলজলরাশির হিমাদ্রি লেকে।
পদ্মপাতার কালো জলে,
পাতালপুরী থেকে মহাবিশ্বে।
তোমার খোঁজে আমি বিরামহীন,
ছুটে চলা উল্কা পিন্ডের মত।
তুমি কী রয়েছো? মাঝিহীন নৌকার পালে,
নাকি স্বর্নদেশের স্বপ্ত মাটির শিখরে।
আকাশে বাতাসে রণে,
লুকিয়ে আছো কোন সে অভিমানে।
জলন্ত প্রদীপের আলো নিভে যাবে,
সাগর জলশুন্য হতে পারে।
তোমাকে না দেখার আক্ষেপ শেষ হতে পারে না।
তুমি আছো মিশে সাগরের নোনা জলে,
তুমি আছো মিশে স্রোতহীন নদীর ডেউয়ে।
চোখের তারাগুলো যত দিন জ্বলবে,
এই মন ততদিন তোমায় খুজবে।
সন্ধ্যার আঁধারে ঝিঝি পোকার ডাকে,
তোমায় খোঁজে বেড়াই গভির রাতে।
খোঁজে বেড়াই শেফালী ফুলের সুভাসে,
খোঁজে চলি বৈশাখী ঝড়ের ধ্বংস্তুপে।
সাগরের উত্তাল ঢেউয়ের গভিরে,
কখনো বা নীলজলরাশির হিমাদ্রি লেকে।
পদ্মপাতার কালো জলে,
পাতালপুরী থেকে মহাবিশ্বে।
তোমার খোঁজে আমি বিরামহীন,
ছুটে চলা উল্কা পিন্ডের মত।
তুমি কী রয়েছো? মাঝিহীন নৌকার পালে,
নাকি স্বর্নদেশের স্বপ্ত মাটির শিখরে।
আকাশে বাতাসে রণে,
লুকিয়ে আছো কোন সে অভিমানে।
জলন্ত প্রদীপের আলো নিভে যাবে,
সাগর জলশুন্য হতে পারে।
তোমাকে না দেখার আক্ষেপ শেষ হতে পারে না।
তুমি আছো মিশে সাগরের নোনা জলে,
তুমি আছো মিশে স্রোতহীন নদীর ডেউয়ে।
চোখের তারাগুলো যত দিন জ্বলবে,
এই মন ততদিন তোমায় খুজবে।