আদর্শ সন্তান
---------------
আব্দুল ওহাব
জজ ব্যারিষ্টার হওনা তুমি
হওনা যতো ধনী,
বাবা-মায়ের নিকট রইবে
তুমি সোনা মনি।
বাবা-মায়ের আদেশ মেনে
যদি জীবন গড়,
এই জগৎ ও সবার মাঝে
তুমি হবে বড়।
জ্ঞানে-গুণে ধন-সম্পদে
হওনা বড় যতো,
তাঁদের নিকট সদাই রবে
ছোট্ট শিশুর মতো।
সব সময়ে পিতা-মাতায়
তোমার সেবা পেলে,
জেনে রেখো জীবন ভরা
সুখের গৃহ মেলে।
সন্তান যদি উদাস থাকে
বাবা-মায়ের প্রেমে,
সুখ পাখিটা আসে ঠিকই
থাকে না তা ফ্রেমে।