চেনা রিংটোন”
————-
জয়া গোস্বামী
এখন অনেক রাত জেগে আছে মোবাইল ফোনটা,
ঠিক সময়ে বেজে ওঠে খুব পরিচিত রিংটোনটা।
ঘুমের মাঝে খুঁজে দেখি ভেসে উঠলো কি চেনা নাম
প্রেমের কথা লিখতে গিয়ে ভুলেছি নিজের ধাম।
মনের অনুভূতিগুলো রাতে খুশিতে মেলে পাখনা,
নিশুতিরাতের কালপেঁচা ডাকছে বহুদূরে ডাকুক না।
মনের ঘরে জমে আছে অব্যক্ত না বলা মনের যন্ত্রণা,
এখন গভীর রাত কেন মন করে রিংটোনের বন্দনা?
মন ভেঙে চুরমার হয়ে যায় শুধুই রাত নামলে মনে অবসাদ
দেওয়ালের টিকটিকি নীরব দর্শক নিশিরাতে নিচ্ছে আস্বাদ।
রাত কেটে যায় স্বপ্নে বিভোরে তোমার কথাই ভাবতে,
যে পাখিটা প্রহর ঘোষণা করে ওই পারে সব বলতে।
নির্জন পথে হেঁটে যেতে হবে বিভীষিকাময় আসছে রাত্রি,
কেউ নেই আজ ভালোবাসার নিশুতিরাতের সহযাত্রী।
রাতের আকাশে কালো মেঘের দল একা একা পথ চলে,
নিশুতিরাতে বলো না ওরা কী কথা একে অপরকে বলে।
ভালোবাসার রিংটোন একবার বাজুক মনের অগোচরে,
হৃদয় ভাঙার বার্তা কেন সাধের ফোন সর্বদা বহন করে?
যদি রাতে বেজে ওঠে সেই চেনা ফোনের রিংটোন,
হায়রে ভাগ্য কেন নিশুতিরাতে ভালোবাসার জন্য ব্যাকুল মন।
সাধের রিংটোন আবার বাজুক নিশুতিরাত অপেক্ষা করবে না,
রিংটোনের জন্য মন আকুল ব্যাকুল আর হবে না।
সাধের রিংটোনের জন্য মনের আকুলতা থাকলো লেগে,
কেন হৃদয়ের কথা বোবা ফোন বহন করে রাত জেগে?