ঝগড়া
———–
দেলোয়ার হোসাইন আখতার
ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে
বউ কাঁদে জ্বালায়,
মেয়ে বলে-এত ঝগড়া
আসলো কোন বালাই।
সম্পদ নিয়ে এত ঝগড়া
এটি কেমন কথা,
এসব নিয়ে পরিবারের
সবার মনে ব্যথা।
বাপ-দাদার-সম্পদ হবে
সমান ভাগাভাগি,
এসব নিয়ে নিত্য দিনই
কেন রাগারাগি !
ঝগড়া করা ভালো নয়
জ্ঞানীরা বলে,
মারামারি করলে তখন
সবই যায় জলে।
আদালতে যাবে যখন
ঢালবে অঢেল টাকা,
অনিয়মের ফাদে পড়ে
পকেট হবে ফাঁকা।
ভদ্র ঘরের মানুষ যারা
থাকে সদা ভালো,
ঝগড়া বিবাদ দূরে রেখে
নীড়ে জ্বালায় আলো।