বুকের বাম পাশে
-----------------
আর কে হাসান রতন
আনন্দিত সুন্দরের হাসি
তোমার ঐ আঁখি
সহসা চমকি উঠি
দুহাত পেতে রাখি।
ভরিয়া আছে আপন নয়ন-
ওহে প্রিয় আমার
বিদায়-ক্ষণে এসো গো তুমি
থাকিবে খোলা দ্বার।
নতুন হাসি, কাঁদন ভুলে
সুর হারিয়ে আজ
অপরূপ রূপ,দোলো-দোলো চুল
ফেলে দাও লাজ।
আধ-ঘুমে নিশি হবে ভোর
ঐ মুখ-পানে তোমার চেয়ে
সাঁঝে ঘরের মায়া তুমি
বক্ষ কাঁপে ভয়ে।
বাঁধবে বাসা বুকের বাম পাশে
আঁধার ঘরের রতন
রবি শশী প্রভাত-সন্ধ্যা
বাতাস করিবে যতন।
তব পায়ে-চলার পথে
নবীন প্রাণ-ধারা
আছে প্রীতি আঁখি-নীরে
নবীন সুপ্ত চারা।