নছিহত
মো সোহাগ মোল্যা (মঈনুল)
পৃথিবীতে আছিতো বহু দিন হলো
ক্ষনে ক্ষনে হচ্ছে মনে
বন্ধু, এবার বুঝি যাবার সময় হলো।
যাবার আগে করছি নছিহত
পালন করিয়ো সবে,
মৃত্যু হলে নারী যেন চাহেনা মুখ পানে।
যাবার আগে চাইগো ক্ষমা
মোর শত্রু বন্ধুদের তরে
প্রিয়জন দের সঙ্গে আর মায়া বাড়াবো না যে।
শরিয়ত মতো করিয়া গোসল, জানাজা
সমাহিত করিও কলেজ মসজিদের পাশে
শুনিব আযান পাঁচ ওয়াক্ত নামাজে।
সমাহিত থাকিলেও মোরে করিয়ো মনে
ধরণীতে থাকিতে রাখবো অবদান
দেশ জাতির কল্যাণে।
মাঝে মাঝে করিও জিয়ারত
মোর সমাধি খানা
অমর করিয়া রেখে চিনিও