আইরিন আলিফ, নেত্রকোনা
নেত্রকোনা সদরে ডিজিটাল সেবা হাসপাতালে শিশু ডেলিভারি( সিজার ) করতে এসে ভুল চিকিৎসায় রিফা আক্তার নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে।
ঘটনায় নবজাতক (শিশু) জন্ম দেওয়া মৃত রিফা আক্তারের স্বজনরা তার মরদেহ হাসপাতালের রেখে বিক্ষোভ করার চেষ্টা করলে হাসপাতাল কর্তৃপক্ষের তোপের মুখে পড়ে এক পর্যায়ে টাকার বিনিময়ে বিষয়টি রফাদফা হয়। পুলিশ প্রশাসন উপস্থিত হওয়া সত্ত্বেও ভুক্তভোগী পরিবার কর্তৃক কোনো অভিযোগ না থাকায় কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি তাদের।
এ মৃত রিফা আক্তার মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের লতিশিরি এলাকার রফিক মিয়া স্ত্রী ।
সরেজমিনে গিয়ে ভুক্তভোগী ও হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মৃত রিফা আক্তার গত ২ জুলাই ডেলিভারি (সিজার)অপারেশনের জন্য ভর্তি হন।ভর্তির ১দিন পর রোগী সম্পূর্ণ সুস্থ থাকা অবস্থায় থাকে হাসপাতালে কর্মরত লিমা আক্তার নামে এক নার্স এসে একটি ইঞ্জেকশন পুশ করে । ইনজেকশন পুশ করার ৫ মিনিটের মধ্যে রোগীর মৃত্যু গঠে।তার মৃত্যুর খবরে স্বজনদের মনে চাঁপা ক্ষোভ বিরাজ করছে।
মৃত রিফা আক্তারের স্বামী রফিক মিয়া রফাদফা হবার আগ মুহূর্তে বলেন,আমার স্ত্রীকে তারা ভুল চিকিৎসা দিয়ে মেরে ফেলেছে। আবার আমাদের তোপের মুখে ফেলে মীমাংসা করতে বাধ্য করেছে।
ডিজিটাল সেবা হাসপাতালের কর্তৃপক্ষের একজন মোঃ জাহিদ হাসানের সাথে মুঠোফোন কথা বললে তিনি বলেন মৃত রিফা আক্তারের অপারেশনের জন্য বা আমাদের কোনো ভুলের কারণে মৃত্যু ঘটেনি, এর দায়ভার আমাদের নয়, পুলিশ প্রশাসন আসছে রোগীর মৃত্যুর কীসের জন্য হয়েছে তা যথাযথ তদন্তের মাধ্যমে বের হবে।