কামালের পাড়া হোসনেআরা বেগম ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সম্পূর্ণ বিনামূল্যে Normal delivery সেবা র শুভ সূচনা
মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম),এম.এ গাইবান্ধা জেলা প্রতিনিধি:
অদ্য ০৮ই জুলাই ২০২৪ইং,রোজ: মঙ্গলবার ,সকাল ৬.৪৫ am এ- কামালের পাড়া হোসনেআরা বেগম ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে প্রথম শিশু নরমাল ডেলিভারী করানো হয়।প্রথম ডেলিভারী শিশুর ঠিকানা পরিচয় বাবার নাম: মোঃ সোহেল রানা , মাতার নাম: মুনজিলা খাতুন, গ্রাম : মোংলারপাড়া, পোস্ট: বারকোনা, উপজেলা: সাঘাটা, জেলা: গাইবান্ধা ।ডাক্তার রাজু আহমেদ এর নেতৃত্বে পরিবার কল্যান পরিদর্শিকা মোছা :নিশাত নাহার ও শাহনাজ পারভীন ডেলিভারী করান।এই ডেলিভারীর মাধ্যমে কামালের পাড়া হোসনেআরা বেগম ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র ডেলিভারী সার্ভিস চালু হয়।উক্ত সময়ে ডাক্তার রাজু আহম্মেদসহ অন্নন্য স্টাফ বৃন্দ উপস্থিত ছিলেন।কামালেরপাড়া ইউনিয়নের সকল প্রসূতি মায়েদের কে কামালের পাড়া হোসনেআরা বেগম ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র এসে সেবা গ্রহনের জন্য আহব্বান জানান উক্ত হাসপাতালের কর্মরত ডাক্তার রাজু আহমেদ।এই সেবা চালু হওয়ার ফলে এলাকার ৩২টি গ্রাম অনেক সুবিধা পাবে এবং গর্ভবর্তী মায়েদের নিরাপত্তা নিশ্চিত হবে বলে এলাকাবাসী মনে করেন।