Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ২:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১২, ২০২৪, ৭:৫০ পি.এম

ডোমার থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত, মোঃ মনজিরুল ইসলাম নীলফামারী জেলা প্রতিনিধি অপরাধ নিয়ন্ত্রণে সাধারণ জনগণের সম্পৃক্তার লক্ষ্যে নীলফামারীর ডোমারে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ই জুলাই) বিকালে ডোমার থানা প্রাঙ্গনে থানা পুলিশের আয়োজনে স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ জনগণকে নিয়ে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে’র আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহসীন আলী। এসময় পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ, স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শ্রমিক নেতৃবৃন্দ সাংবাদিক সহ সাধারণ জনগণের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। ওপেন হাউজ ডে’র আলোচনা সভায় ওসি মোঃ মহসীন আলী বলেন, ‘পুলিশ জনগণের বন্ধু। পুলিশকে ভয় পাওয়ার কিছু নেই। অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণকেও এগিয়ে আসতে হবে। সাধারণ জনগণের প্রচেষ্টায় আইন প্রয়োগের মাধ্যমে অপরাধীদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করবে পুলিশ।’ মাদক, জুয়া, বাল্যবিবাহ সহ বিভিন্ন অপকর্ম রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি