বগুড়া জেলা নবাগত পুলিশ সুপারে সঙ্গে BNHRA জেলা কমিটি নেতৃবৃন্দরা সৌজন্য সাক্ষাৎ
মোঃ কাওছার মিয়া দিপু
বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়া জেলা নবাগত পুলিশ সুপার (এস.পি) জনাব, জাকির হাসান (পিপিএম) স্যারের সঙ্গে বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন জেলা কমিটি সভাপতি, চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার এর নেতৃত্বে জেলা ও উপজেলা কমিটি বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দরা সৌজন্য সাক্ষাৎ করেন।
সেই সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আরমান শেখ (খোরশেদ), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক (সানমুন নার্সিংহোমের পরিচালক) ডাঃ এ এস এম রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক আলিম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইমরান তালুকদার নিপু, প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার ইলিয়াস হোসেন, ধনুট উপজেলা কমিটির সমন্বয়ক সাংবাদিক রুহুল আমিন কিবরিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক রায়হানুল সিদ্দিক, মৎস্য বিষয়ক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক (অবসরপ্রাপ্ত সার্জন) মোঃ রায়হান, যোগাযোগ বিষয়ক সম্পাদক আব্দুল আলিম, কার্যনির্বাহী সদস্য মোঃ সুমন প্রমুখ।
সেই সময় বগুড়া চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নানান দিক ও বিষয় নিয়ে সার্বিক আলোচনা হয়। বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির পক্ষ থেকে আইন শৃঙ্খলা যেকোনো বিষয় বিশেষ করে মাদক, নারী নির্যাতন, শিশু নির্যাতন এসব বিষয় সার্বিক সহযোগিতা করার আশ্বস্ত প্রদান করেন জেলা কমিটির নেতৃবৃন্দরা।
আলোচনা শেষে নবাগত পুলিশ সুপার জনাব জাকির হাসান (পিপিএম) মহোদয় কে বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।।