সৈয়দপুরে কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ
তৌসিফ রেজা (বিশেষ প্রতিনিধি)
নীলফামারীর সৈয়দপুরে পুকুরের পাড় তৈরি করে দহলা ব্রীজের নিচ দিয়ে স্বাভারিক পানি প্রবাহ বন্ধ করার প্রতিবাদে সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার (১৪ জুলাই) দুপুরে দিনাজপুর- সৈয়দপুর সড়কে ওই অবরোধ করেন ভুক্তভোগীরা । এতে সড়কের উভয় পাশে অসংখ্য
যানবাহন আটকা পড়ে। ফলে সেখানে যানজটের
সৃষ্টি হয়। পরে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক ঘটনাস্থলে গিয়ে উদ্ভূত
সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধকারীরা অবরোধ তুলে নেন। এরপরেই ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এর আগে সকালে
সৈয়দপুর পৌরসভা কার্যালয়ের সামনে মানবন্ধন
কর্মসূচী পালন করে তারা। এ সব কর্মসূচীতে বক্তব্য রাখেন ভুক্তভোগী সাবেক কাউন্সিলর সরকার মোহাম্মদ কবির উদ্দিন ইউনুছ, উমর শরিফ, রাজু, আজম, জাবেদুল সিরাজুল ইসলাম, বাদল প্রমূখ।
বক্তারা বলেন, সৈয়দপুর পৌরসভার ১১, ১২, ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের পানি স্থানীয় দহলা ব্রীজ দিয়ে প্রবাহিত হয়ে আসছে। কিন্তু ওই ব্রীজের কাছে পুকুরের পাড় তৈরি করে পানি প্রবাহে বাধা দিচ্ছে
একটি প্রভাবশালী মহল। ফলে ব্রীজ দিয়ে পানি প্রবাহ হতে না পেরে উল্লিখিত এলাকার বাসাবাড়িতে পানি প্রবেশ করছে। পানিতে তলিয়ে
কয়েকশত একর ফসলি জমি নষ্ট হচ্ছে। এছাড়া পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক শ’ পরিবার। গত কয়েকদিন টানা অতিবৃষ্টিতে হাঁটু পানিতে ডুবে এলাকার জমির ফসল। পানবন্দি হয়ে দুর্ভোগে
পোহাচ্ছে কয়েক শ’ মানুষ। অথচ এ সমস্যা দীর্ঘদিনের হলেও পৌরসভা কর্তৃপক্ষ প্রয়োজনীয় কোন ব্যবস্থা নিচ্ছে না। ওই সমস্যার সমাধান
না হলে আগামীতে কঠোর আন্দোলনে হুমকি দেয়া হয়।