ওয়াদি কবির বন্দুকযুদ্ধে নিহতদের মধ্যে ভারতীয় নাগরিক
পি’আর’বি নিউজ ডেস্কঃ
সূত্রঃ টাইমস নিউজ সার্ভিস
ওমানের মাস্কাট আল ওয়াদি আল কবির এলাকায় সোমবার রাতে ঘটে যাওয়া একটি মর্মান্তিক গুলির ঘটনায় নিহতদের মধ্যে একজন ভারতীয় নাগরিক রয়েছেন। এই ঘটনায় একজন পুলিশ সদস্য এবং চারজন পাকিস্তানি নাগরিকের প্রাণহানি ঘটেছে এবং ২৮ জন আহত হয়েছে।
.মাস্কাটে ভারতীয় দূতাবাস এই ঘটনার বিষয়ে একটি বিবৃতি জারি করে এবং বলে, “১৫ জুলাই মাস্কাট শহরে গুলি চালানোর ঘটনার পর ওমানের সালতানাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে একজন ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন এবং অন্য একজন আহত হয়েছেনদূতাবাস তার আন্তরিক সমবেদনা জানায় এবং পরিবারগুলোকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।”
ওমান সংবাদ সংস্থার মতে, এ ঘটনায় তিন হামলাকারীও নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় জারি করা এক বিবৃতিতে, ওমান নিউজ এজেন্সি এর আগে বলেছিল, “এই ঘটনার ফলে পাঁচজনের মৃত্যু হয়েছে, একজন পুলিশ অফিসারের মৃত্যু হয়েছে, এবং তিনজন অপরাধীকে হত্যা করা হয়েছে, এছাড়া ২৮ জন আহত হয়েছে। জাতীয়তা আহতদের মধ্যে পুলিশ সদস্য এবং সিভিল ডিফেন্স এবং অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষের কর্মীসহ চার ব্যক্তি, যারা তাদের জাতীয় দায়িত্ব পালন করছিলেন। আহতদের চিকিৎসার জন্য স্বাস্থ্য প্রতিষ্ঠানে স্থানান্তর করা হয়েছে। ঘটনার পরিস্থিতি নিয়ে তদন্ত চলছে।’