মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ রোপনের মধ্য দিয়ে বৃক্ষরোপন কর্মসূচী শুরু হয়েছে। গতকাল বিকালে বালিয়াডাঙ্গী উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী অফিসের আয়োজনে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ চত্বরে গাছ রোপনের মধ্য দিয়ে এ কর্মসূচীর উদ্বোধন করেন বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম। এ সময় বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা আফছানা কাওছার, বালিয়াডাঙ্গী উপজেলা সহকারী কমিশনার ভূমি আরাফাত হোসাইন, বালিয়াডাঙ্গী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাহারা বানু ও টিআই রেজাউল ইসলাম উপস্থিত ছিলেন। বালিয়াডাঙ্গী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাহারা বানু জানিয়েছেন, বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ চত্বর সহ বিভিন্ন স্থানে শতাধিক ফলজ, বনজ এবং ঔষধি গাছ রোপন করা হবে।