মোঃ ফরহাদুল ইসলাম
অবশেষে শিক্ষার্থীদের কাছে মাথা নত করে পদত্যাগ করলো আওয়ামীলীগ, আজ ০৫/০৮/২০২৪ ইংরেজি তারিখে দুপুরে রাষ্ট্রপতি মহোদয়ের কাছে পদত্যাগ পত্র জমা দেয় সরকার।
ছাত্র আন্দোলনের চাপ সইতে না পেরে সরকার পতনের পর গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক, সফিপুর, চান্দরা-সহ বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে সাধারণ মানুষ, শিক্ষার্থী -জনতা, বিএনপি ও এর অংগসংঠন সহ বিভিন্ন পেশার জনগণ।
আজ দুপুরে সরকার পতনের খবর ছড়িয়ে পড়লে উপজেলা চত্বরে বিভিন্ন এলাকা থেকে আসতে থাকে সাধারণ মানুষ। জাতীয় পতাকা হাতে নানান শ্রেণির নানান পেশার মানুষ উপজেলার বিভিন্ন সড়কে আসতে থাকে। সাড়ে তিনটার দিক থেকেই খন্ড খন্ড আনন্দ শোভাযাত্রা শুরু হয়। এক সময় সে আনন্দ শোভাযাত্রা বিশাল আকার ধারণ করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় যোগদান করা সাধারণ মানুষের বক্তব্য শুনতে চাইলে অসংখ্য মানুষ সমস্বরে বলেন নতুন করে এদেশ যেন স্বাধীন হলো। শিক্ষার্থীদের আন্দোলনকে দমানো এত সহজ নয়। এদেশের শিক্ষার্থী সমাজ নতুন করে ইতিহাস লিখলো। এসব শিক্ষার্থীদের থেকে আমরা নতুন করে শিক্ষা নিলাম কি ভাবে ন্যায্য দাবী আদায় করতে হয়।
এসময় শিক্ষার্থী ও সাধারণ মানুষের শোভাযাত্রায় বর্তমান সরকারকে ভুয়া, ভুয়া স্লোগানে মুখর হয়ে উঠে কালিয়াকৈরের বিভিন্ন অলিগলি সহ কালিয়াকৈর উপজেলা।
এরই মাঝে বিভিন্ন জায়গায় মিষ্টি বিতরণ করা হয় ও সুন্দর আগামী কামনা করেন শোভাযাত্রায় অংশ গ্রহণ করা সাধারণ মানুষ।