জাকির হোসেন নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি
ছাত্র আন্দোলনের চাপ সইতে না পেরে সরকার পতনের পর নওগাঁর নিয়ামতপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে সাধারণ মানুষ, ছাত্র-জনতা, বিএনপি ও এর অংগসংঠন।
আজ দুপুরে সরকার পতনের খবর ছড়িয়ে পড়লে উপজেলা সদরে বিভিন্ন এলাকা থেকে আসতে থাকে মানুষ। জাতীয় পতাকা হাতে নানা পেশার মানুষ উপজেলা সদরে আসলে চারটার দিকে বিশাল শোভাযাত্রা বের করে। শোভাযাত্রা শেষে উপজেলা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রায় সালাউদ্দিন নামের এক ব্যক্তি বলেন, নতুন করে এদেশ যেন স্বাধীন হলো। ছাত্র আন্দোলনকে দমানো এত সহজ নয়। এদেশের ছাত্র সমাজ নতুন করে ইতিহাস লিখলো।
ছাত্ররা শোভাযাত্রায় ভুয়া, ভুয়া স্লোগানে মুখর হয়ে উঠে।
আলোচনা সভায় বক্তারা বলেন, নির্যাতন, নিপীড়ন করে আওয়ামী লীগ মনে করেছিল তারা এদেশে রাজত্ব কায়েম করবে। কিন্তু ছাত্র আন্দোলনের ইতিহাস তারা নিজেরাই ভুলে গেছে। এই ছাত্ররাই এদেশের মুক্তিযুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করেছিল।
পরে সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। # ৫ আগস্ট ২০২৪ ইং