মোঃ আতিক উল্লাহ চৌধুরী চট্টগ্রাম :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে ছাত্র-জনতার তোপের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। এ খুশিতে হাটহাজারীতে বিজয় মিছিল করছেন আন্দোলনকারী শিক্ষার্থী ও আমজনতা।
সোমবার (৫ আগস্ট) বিকেলে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জনগণের উদ্দেশে বক্তব্য দেয়ার পর বিজয় মিছিলে প্রাণ খুলে উল্লাস করেন ছাত্র-জনতা। হাটহাজারী উপজেলার বাসষ্ট্যন্ড চত্বর সহ চট্টগ্রাম খাগড়াছড়ি মহা সড়কে বিজয় মিছিলে অংশ নেয় অভিভাববকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও।
বিকেল থেকেই চলে বিজয় মিছিল হয়। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা কর্মীদের নেতরিত্বে মাদ্রাসা স্কুলকলেজ শিক্ষার্থী সহ
আনন্দ মিছিল করতে দেখা যায়। অন্যদিকে রাজনৈতিক দল বিএনপির নেতাকর্মীদের দেখা যায় । তারা হাটহাজারী বাসষ্ট্যন্ড মোড় আনন্দ মিছিল করে বক্তব্য রাখেন।
এ সময় কোনো ধরনের হামলা বা সহিংসতায় না জড়ানোর আহ্বন করা হয়। শিক্ষার্থীরা বলেন, আমাদের কাজ শান্তিপূর্ণ আন্দোলন। এখন বিজয় এসেছে। শান্তিপূর্ণভাবে বিজয় মিছিল করবো। আমরা কোন সহিংসতার সাথে জড়িত হবো না। ছাএরা পাহারা দেন হাটহাজারীর মডেল থানা যাতে করে থানাতে কোন ভাংচুর না এতে তাদের পাশে সেনাকর্মকর্তা দের উপস্থিতি দেখা যায়। আন্দোলনরত সমন্নয়ক রা বলেন দেশ আমাদের সুতরাং দেশের সকল সম্পদ আমরাই হেফাজত করব, আমাদের বাইরে কেউ সহিংসতায় জড়ালে এর দায় আমরা নিব না।