জাকির হোসেন নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে কারামুক্ত নেতাদের বরণ, সন্ত্রাস-নাশকতা ও জনগণের নিরাপত্তা যেন বিঘ্ন না ঘটে তা নিয়ে শোভাযাত্রা বের করেন। বুধবার বিকেলে “বিপ্লব বিপ্লব ইসলামি বিপ্লব, যোগ দিন দলে দলে ইসলামের ছায়াতলে, তৌহিদি জনতা এক হও এক হও” এমন স্লোগানে উপজেলা জামায়াতের কার্যালয় থেকে এ শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারও উপজেলা কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক আবু সাইদের সঞ্চালনায় সভাপতিত্ব ও বক্তব্য রাখেন ল উপজেলা জামায়াতের আমির আফজাল হোসেন।
এ সময় আরও বক্তব্য রাখেন হাজিনগর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হারনুর রশিদ, ভাবিচা ইউনিয়ন জামায়াতের আমির জয়নাল আবেদিন, নিয়ামতপুর ইউনিয়নের সেক্রেটারি সুলতান মাহমুদ, শ্রীমন্তপুর ইউনিয়ন জামায়াতের আমির মহিদুল ইসলাম, পাঁড়ইল ইউনিয়ন জামায়াতের আমির মোসলেম উদ্দিন, সাবেক জেলা ছাত্র শিবিরের সভাপতি মাইনুল ইসলাম মিনু প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ ১৫ বছর পরে এমন শোভাযাত্রা বের হয়েছে। এ কেমন শান্তি বলে বোঝানোর মতো না।
বক্তারা আরও বলেন, শেখ হাসিনার দাপটের দিন শেষ হয়েছে। জামায়াত-শিবিরের কর্মীদের লক্ষ্য রাখতে বলেন কেউ যেন সাধারণ মানুষের জানমালের ক্ষয়ক্ষতি করতে না পারে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর জামায়াতে ইসলামী নেতারা কেন্দ্রীয় কার্যালয়ে তালা খুলে দেন। এরপর উপজেলা পর্যায়ের কার্যালয়েও তাদের কার্যালয় খুলে দেওয়া হয়। # ৭ আগস্ট ২০২৪ ইং