ফরহাদুল ইসলাম জুয়েল
তারিখ, ০১/০৮/২০২৪ ইংরেজি
লিখনীকাল, ১৭/০৭/২০২৪ ইংরেজি
কবিতা নং,,, ১৮৩
মায়ের মুখে শুনে ছিলাম জন্ম স্বাধীন দেশে
সকল কাজে স্বাধীন আমি ঘুরবো বীরের বেশে।
কথা বলায় স্বাধীন আমি স্বাধীন আমি কর্মে
স্বাধীন আমি সুস্থ্য চিন্তায় স্বাধীন আমি ধর্মে।
স্বাধীন আমি স্বর বর্ণের প্রথম দিনের পাঠে
স্বাধীন আমি এই বাংলার হাঁটে মাঠে ঘাটে।
মিথ্যা আমায় বলে ছিলেন জন্মের পরে মাতা
স্বাধীন দেশটা দিলেও তারা দেননি স্বাধীনতা।
ন্যায্য দাবী তুললে তারা চেপে ধরেন গলা
তাদের ভয়ে কোথাও এখন যায়না কথা বলা।
স্বাধীন আমি এটা এখন কল্প রাজ্যের বুলি
স্বাধীন ভাবে চলতে গেলেই ছুড়ছে তারা গুলি।
প্রাপ্য কিছু চাইলেই হই রাজাকারের দল
দেখায় তারা বুলেট বোমার নিকৃষ্ট সব বল।
তাদের হাতের বন্দুকের সব তপ্ত গুলির জোয়ার
মৃত্যু নিশ্চিত না হলে তারা ভরে তাদের খোয়ার।
আরেকটা বার স্বাধীন করার ডাক'দে জোরেশোরে
নিকৃষ্ট সব পিশাচ গুলো ফেলে আসি দূরে,
ওরা শুধু দেখতে মানুষ পচা ওদের চিত্ত
পা চাটার দল অমানুষ ওরা বাড়ায় বৈভব বিত্ত।
সাহস নিয়ে এগিয়ে আয় আগুন জ্বালো নিজ মনে
নতুন কোন আপোষ নাই আর মানুষ রূপি তোর সনে,
স্বাধীনতার দোহাই দিয়ে নিত্য করিস অত্যাচার
তোরা জালিম অত্যাচারী মিথ্যাবাদী কুলাঙ্গার।
স্বত্ব সংরক্ষিত