কলমে--জয়া গোস্বামী
ঝরঝর ঝরছে চোখে শ্রাবণের শেষ ধারা,
বিশ্ব কবিকে হারিয়ে হয়েছে মন দিশেহারা।
গীতাঞ্জলি গীতবিতানে বাজে করুণ সুরে,
ও'গো কবি আছো আমার হৃদয় অন্তঃপুরে।
তোমার লেখা কবিতাতে স্মরণ করি হে কবি,
দেওয়াল জুড়ে ঝুলছে আজ বিশ্বকবির ছবি।
বিশ্বকবি তোমায় জানাই কলমে শ্রদ্ধাঞ্জলি,
সকাল দুপুর গানে গানে দিচ্ছে সবাই অঞ্জলি।
তাইতো মালা পরায় গলায় করে নত শির,
বাইশে শ্রাবণ এলে মন করে কেন এতো অস্থির?
আকাশ সকাল থেকেই হয়েছে আজ মেঘলা,
বাইশে শ্রাবণ স্মরণ করি বসে আমি একেলা।
কে বলে আজ প্রভাতে নেই প্রাণের প্রিয় কবি,
উদয় হয়নি আজ আকাশে দেখো ভোরের রবি।
কদম কলি ঝরেছে অভিমানে রঙ হলো বিলীন,
আমার কলম থমকে গিয়েছে মন হলো মলিন।
বাইশে শ্রাবণ এইদিনে গিয়েছেন রবি চিরনিদ্রাতে,
অকাতরে তাই'তো ডাকছি কবি শ্রাবণের প্রভাতে।
কলম আজ শুধুই লিখবে কবিতা চোখের জলে,
আসবে ঠিক রবি ফিরে,নতুন প্রভাতে সব ভুলে।
কবিতার খাতা কাঁদছে আজ মনের অন্তঃপুরে,
রাঙাবে না আর খাতা কবি শব্দের নৈপুণ্যে ঘিরে৷
সঞ্চয়িতা অভিমানে একলা থাকে হেথা হোথা পড়ে,
রবি আছে থাকবে সারাজীবন সকলের হৃদমাঝারে।