এ এস এম সাদেকুল ইসলাম।
তারিখ-০৪/৮/২৪।
চল ছুটে চল তরুণের দল
ভেঙে ফেল বন্দিশালা,
শ্লোগান মুখে সাহস বুকে
বীরের বেশে যুদ্ধ চালা।
ভয় কী'রে তোর বীরের জাতী
জীবন মরণ সন্ধিক্ষণে,
রক্ত সাগর জন্মভূমি
ফির'রে ঘরে বিজয় ছিনে।
অত্যাচারী শোষণ পীড়ন
করতে বিদায় হাতটি করো শক্ত,
জীবন দিলো দেশের তরে অকাতরে
বৃথা যেতে পারেনা শহীদ গাজীর রক্ত।
চল্ এগিয়ে দীপ্ত পণে মুক্তি রণে
বিজয় গন্ধ পাই,
শোক কাতরে মায়ের মুখে দেখতে হাসি
আবার যুদ্ধ চাই।