কলমে: জাহিদুল ইসলাম মুন্সি
আমার মনের আকাশে,
ধুসর কালো মেঘ জমেছে।
ক্ষনে ক্ষনে বইছে সেথায়,
অকালে ঝড় মনের আঙ্গিনায়।
নায়ের দড়ি গেছে ধসি,
মন যমুনা পাড়ে বসি।
হতাশ মনে ভাবছি আজ,
ব্যথা জীবনে ছেয়ে গেছে,
নাহি কিছু অভিলাষ।
চোখের কোণে পানি আজ করছে বেইমানি।
মনের যত ব্যথা ছিলো,
দিয়ে গেলে হে অভিমানী।
আজ থেকে বহু কাল পরে,
রঙিন শহরের ভিড়ে,
হয়তো খুজবে পিদিমের ক্ষীণ আলোতে।
বুকের খাচায় জমানো ভালোবাসার সুর
সবই আজ হলো বিষাদে ভরপুর।
মায়া জালে ছিলাম বন্দি ,
মায়ার ছলনায় তাই দিনমান কান্দি।
যদি কখনো দেখা হয় শান্তির মা পুকুর ঘাটে।
ধুতরা ফুল কিনে দিবো দেবুয়ারচর হাটে।