মোহাম্মদ : আতিক উল্লাহ চৌধুরী রাউজান চট্টগ্রাম
বিএনপি চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা, সাবেক পালামেন্টেরিয়ান শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে তরুণ রাজনীতিবিদ হুম্মাম কাদের চৌধুরী আওয়ামী লীগ শাসনামলে রাউজানের মানুষ অনেক কষ্টে ছিল উল্লেখ করে বলেন 'দেশের মানুষ এবং রাউজানের মানুষ স্বৈরচারী শেখ হাসিনার শাসন থেকে মুক্তি পেয়েছে। রাউজানে যাতে কোন বাড়িতে, মন্দিরে হামলা না হয়, জানমালের ক্ষতি না হয়, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। তিনি আরো বলেন প্রয়োজনে পাহারা দিয়ে তা রক্ষা করতে হবে। রাউজানে যাতে আর কোন মায়ের বুক খালি না হয়। তিনি শেখ হাসিনার পদত্যাগের পর প্রথমবার এবং ৮ বছর পর গতকাল বুধবার বিকেল পৌণে ৬টায় রাউজানস্থ গহিরায় তার বাবা সালাউদ্দীন কাদের চৌধুরী ও স্বজনদের কবর জেয়ারতে আসার পথে গহিরা চৌমুহনীস্থ রাঙ্গামাটি সড়কে উচ্ছ্বিসত জনতা ও বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সামনে বিশাল পথসভায় একথা বলেন। বক্তব্য শেষে তিনি গহিরায় গ্রামের বাড়িতে বাবা ও আত্মীয়-স্বজনদের কবর জেয়ারত করতে যান। এর আগে রাউজানে আগমনের খবরে রাস্তার দু'পাশে হাজার মানুষের সমাগম হতে থাকে।
তাকে দেখতে এবং অভিবাদন জানাতে রাউজান, হাটহাজারী, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া থেকে হাজার হাজার নেতাকর্মী এবং অনুসারী বিভিন্নস্থানে জমায়েত হন। বহু লোক তাকে গাড়িবহর দিয়ে রাউজান নিয়ে আসেন। আগতদের অনেকেই সালাউদ্দীন কাদের চৌধুরীর কবর জেয়ারত করে যান। বক্তব্য প্রদানকালে হুম্মাম কাদের চৌধুরীর হাতে জাতীয় পতাকা দেখা যায়। তিনি খোলা গাড়িতে দাড়িয়ে জনতার উদ্যােশ্যে বক্তব্য দেন। এসময় সমথকদের সাথে শুভেচ্ছা বিনিময় ও করমর্দন করেন।