মোঃ আতিক উল্লাহ চৌধুরী রাউজান চট্টগ্রাম
রাউজান সরকারি কলেজের ২০২৪-২০২৫ শিক্ষা বর্ষের একাদশ শ্রেনির ওরিয়েন্টেশন অনুষ্ঠান রাউজান সরকারি কলেজ হল রুমে অনুষ্ঠিত হয়েছে। ৮ই আগষ্ট বৃহস্পতিবার সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম নাওয়াজ চৌধুরী। তিনি বলেন জীবনের প্রথম ধাপ পার করে তোমরা এখন কলেজে উত্তীর্ণ হয়েছে। শিক্ষার শেষ ধাপ পর্যন্ত ঠিকে মানুষের মত মানুষ হয়ে দেশ ও দশের কল্যাণে কাজ করে যাবে। ছাত্ররাই দেশের উজ্জ্বল ভবিষ্যৎ যা ইতিমধ্যে তোমরা প্রমাণ পেয়েছো। কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারি অধ্যাপক জহিরুল ইসলাম সভাপতিত্বে ও অধ্যাপিকা শর্বরী দে ও অর্পনা চৌধুরীর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি কলেজের সহকারি অধ্যাপক মোহাম্মদ নুরুল আব্বাস চৌধুরী, মোহাম্মদ জহুরুল আলম জীবন, মোহাম্মদ তসলিম উদ্দিন, শওকত ইবনে হোসেন, সবুজ দাশ, আবুল মোস্তফা, হাবিব উল্লাহ, প্রদীপ বড়ুয়া প্রমুখ। এছাড়াও এসময় কলেজের অন্যান্য অধ্যাপক-অধ্যাপিকা, সদ্য ভর্তি হওয়া একাদশ শ্রেনীর নবীন শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।