জয়া গোস্বামী
পরাজিত আজ ভালোবাসার কাছে
হৃদয় কাঁদে অকারণ,
পুরাতন স্মৃতিচারণ করলে হচ্ছে
মনের আকাশে বরিষণ।
ভুলেছে নিজের প্রিয়তমাকে আজ
শুনছে না মনের বারণ,
মিথ্যা সব প্রতিশ্রুতি দিয়ে সেদিন
করেছিল মনোহরণ।
মন পেয়েছিল হারানোর নিদারুণ শোক
খুঁজে পায়নি স্বজন,
সেদিন সেই শোক সামলানোর জন্য
চারপাশে ছিল না আপনজন।
বিষাদ ছুঁয়েছে তাই মন ভালো নেই
কদমের ছিল না নির্যাস,
অজ বুকফাটা আর্তনাদ বুকের মাঝে
ভালোবাসা মাখা বিষাদ।
তোমাকে উজাড় করে দেওয়ার মতোন
সেদিন ছিল দিনরাত,
এতদিনে সে সব স্মৃতি হয়ত মুছে গিয়েছে
ভাগ্য দিচ্ছে না সাথ।
অযথা অকারণে চোখের থেকে বৃষ্টি ঝরে
শুধুই অতীতের স্মৃতিচারণ ,
আর আমার প্রেম প্রতীক্ষায় বসে থাকে
অযথা খোঁজে কারণ।