শামসুন্নাহার সুমা
বিজয় দেশে উড়ছে পতাকা
রক্তাক্ত শার্টের প্রতীক হয়ে আজ
কত রক্ত ঝরে লালে লাল হয়েছে
তবু ছিনিয়ে এনেছে বিজয়কে।
হাজারো বীর,বীরাঙ্গনা নারী
জানিনা কেমন আছ তোমরা?
গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি আমরা।
যারা দেশকে ভালবেসে যুদ্ধ করে
হয়েছ শহীদ দেশের তরে
মোরা তাদের জানাই হাজার সালাম
ভালবাসা আর কৃতজ্ঞতা।
আজ বিজয় আনন্দে
উল্লাসিত সারা দেশবাসি
কত হৈ হুল্লোড় করে
গাইছে জয়গান।
ভাবিনাক কেউ কাদের
অপার মহীমায়
আজকে আমাদের
এ বিজয়ী গান।
কত জীবনের বিনিময়ে,
কত ত্যাগ-তিতিক্ষা করে
ছিনিয়ে এনেছে তারা
আজকের এ আনন্দ উল্লাস
তাদের মোরা কভু ভুলবনা
যারা এ দেশের সম্বল।
দেশের জন্য যারা দিয়েছে প্রাণ
যাদের জন্য আজকের এ জয়গান
মোরা করব সকলেই
তাদের স্মৃতিস্মরণ।