মোঃ আতিক উল্লাহ চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের সামাজিক ও মানবিক সংগঠন মুসাইদা ফাউন্ডেশন। দিন রাত অসহায় মানুষের সেবা দিয়ে যান এই মুসাইদা ফাউন্ডেশন। বৈষম্যবিরোধী ছাএ আনন্দোলনে স্বৈরাচার সরকার পতনের পর সারাদিনব্যাপী শহরের চৌরাস্তা, বাসস্ট্যান্ড গোলচত্বরসহ প্রতিটি পয়েন্টে ট্রাফিক এর দায়িত্বে শিক্ষার্থীদের অবস্থান ছিল চোখে পড়ার মতো। তীব্র তাপদাহ উপেক্ষা করে কেউ মুখে বাঁশি নিয়ে দিক-নির্দেশনা দিচ্ছেন বিভিন্ন যানবাহন চালককে। আবার কেউ বা বয়স্ক ব্যক্তি সহ রাস্তা পারাপারে অক্ষমদের রাস্তা পার করে সহযোগিতা করছেন। এছাড়াও মানুষের সুরক্ষার কথা ভেবে হেলমেট পরিধান করে মোটরসাইকেইল চালানোর বিষয়ে উদ্বুদ্ধ করছেন শিক্ষার্থীরা। তারা বলছেন, সারা দেশে যানজট নিরসনে আমরা কাজ করে যাচ্ছি।
এদিকে শিক্ষার্থী দের কে বিভিন্ন কাজে সহয়তা করছেন মুসাইদা ফাউন্ডেশন। সরেজমিনে গিয়ে দেখা তারা রাউজানের নোয়াপাড়াতে সড়কে ডিভাইডার বসিয়েছেন। এবং একই স্থান ট্রাফিকের দায়িত্বরত শিক্ষার্থী দের মাঝে ড্রেস ও প্রাধান করা হয়।
মুসাইদা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা জনাব আবু হাছান বলেন : চট্টগ্রামের ট্রাফিক কন্ট্রোল ও রাস্তা পরিষ্কারের কাজে ব্যাস্ত আছে ছাত্র ছাত্রী ভাই বোন সহ মানবিক সেচ্ছাসেবীরা সহ। তাদের এই মহৎ কাজে তাদের পাশে সাপোর্ট দিয়ে তাদের মাঝে খাবার পানি ও নাস্তা এবং বাশিঁ বিতরণ করি মুসাইদাহ ফাউন্ডেশন এর পক্ষ থেকে।