স্টাফ রিপোর্টার মোঃ শাহিন
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে শিক্ষার্থীদের রংতুলিতে সেজেছে জনবহুল এলাকা। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ব্যানারে কয়েক দিন ধরে দেয়ালে গ্রাফিতি এঁকে চলেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরাসহ বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা এসব গ্রাফিতি আঁকছেন। রংতুলি হাতে দেয়ালে দেয়ালে সাম্প্রতিক আন্দোলনের নানা স্লোগান ফুটিয়ে তুলেছেন তারা। শিক্ষার্থীদের এসব কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছে সচেতন মহল।
বুধবার (১৪ আগস্ট ) সরেজমিন দেখা যায়, উপজেলার রহনপুরে স্থানীয় বিভিন্ন স্কুল কলেজ ও ভার্সিটির শিক্ষার্থীরা পৌর এলকার দেয়ালে আঁকা হয় ছাত্র-জনতার আন্দোলনের গৌরবময় নানা গ্রাফিতি ,রক্তাক্ত মানচিত্র, পতাকা, আঙুলের রক্তিম ছাপ ও নানা প্রতিবাদী শব্দ-সংবলিত বাক্য লেখা হয় দেয়ালে দেয়ালে। দেয়ালে লেখা হয়েছে, বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, পানি লাগবে পানি, পানি লাগবে পানি।দেয়ালে লেখা হয়েছে, গর্জে ওঠো আরেকবার,
আরো লেখা হয় বিভিন্ন স্লোগান। নতুন বাংলাদেশ, স্বাধীনতা এনেছি, সংস্কারও আনব, ৩৬শে জুলাই; ৭১ দেখেনি ২৪ দেখেছি, জেন-জি; নাওসহ বিভিন্ন প্রতিবাদী বাক্য ও স্লোগান চিত্রিত হয় এবং তারা এই গ্রুপের নাম দেয় GEN-Z
বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা এতে অংশ নেন।
শিক্ষার্থীরা বলছেন, এসবের মধ্য দিয়ে আন্দোলনে শহিদদের স্মরণ করা হচ্ছে। আর বৈষম্য, সহিংসতা, দুর্নীতি ও অপকর্মমুক্ত বাংলাদেশ গড়ার শপথ এবং মাতৃভূমিকে রক্ষার অঙ্গীকার করছি। এছাড়া জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকা , রহনপুর বাজারসহ বিভিন্ন স্থানে যানজট নিয়ন্ত্রণ ও পরিষ্কার-পরিছন্নতার অভিযান চালান শিক্ষার্থীরা।