মোঃ শাহীন আলম,ময়মনসিংহ
ময়মনসিংহের মুক্তাগাছায় বিএনপি'র অবস্থান কর্মসূচির আজ শেষ দিন।স্বৈরাচার সরকারের গণহত্যা ও বিচারের দাবিতে মুক্তাগাছা বিএনপি'র অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ এই অবস্থান কর্মসূচি পালন করে।বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত এই অবস্থান কর্মসূচির প্রধান অতিথি ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক জাকির হোসেন বাবলুর নেতৃত্বে এই কর্মসূচি পালন করা হয়।এ সময় বক্তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।স্বৈরাচার সরকার সাধারণ শিক্ষার্থীদের উপর যে নির্মম হত্যাকান্ড চালায় -তার বিচারের দাবি এবং সংশ্লিষ্ট জড়িতদের বিচারের দাবি জানায়।অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিএনপি'র সকল নেতৃবৃন্দের দাবি যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হয়েছে তাদের ক্ষতিপূরণের দাবি এবং প্রত্যক্ষদর্শীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি চায়।কর্মসূচিতে উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান রতন, যুগ্ন আহ্বায়ক কামরুজ্জামান লেবু, যুগ্ন আহবায়ক হাফিজুর রহমান খান মঞ্জু,মুক্তাগাছা শহর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র শহিদুল ইসলাম,সাধারণ সম্পাদক মোরশেদুজ্জামান খান,ময়মনসিংহ জেলা দক্ষিণ যুবদলের সহ সভাপতি কাজী রিপন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম ,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনজুরুল হক আরিফ,যুগ্ন আহবায়ক আজিজুল ইসলাম, সদস্য সচিব আসাদ ফরাজী,পৌর ছাত্রদলের আহবায়ক সাজ্জাদ হোসেন শাকিল ৫ নং বাসাঁটি ইউনিয়নের যুবদলের বাবু ছাত্রদলের ইসরাফিল হোসেন ও আরো অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।