ব্যক্তিগত অর্থায়নে সরকারি বিদ্যালয়ে নামাজ ঘরের ভিত্তি স্থাপন
তৌসিফ রেজা (বিশেষ প্রতিনিধি)ঃ
ব্যক্তিগত অর্থে নীলফামারীর সৈয়দপুরে উপজেলার বানিয়াপাড়া আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামাজ ঘরের ভিত্তি স্থাপন করা হয়েছে। আজ রোববার সকাল ১১টায় স্কুল ভবনের ২য় তলার ছাদে নির্মিত নামাজ ঘরের ভিত্তি স্থাপন করেন সৈয়দপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাকির হোসেন সরকার। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি শিক্ষা অফিসার মিজানুর রহমান, বিদ্যালয়ের এসএমসি কমিটির সহ-সভাপতি সাংবাদিক এম. ওমর ফারুক, প্রধান শিক্ষক, ইলিয়াসসহ সহকারী শিক্ষকবৃন্দ।
প্রায় ৮০হাজার টাকা ব্যায়ে ২৫ ফিট বাই ১৫ফিট এ নামাজ ঘর তৈরী করা হচ্ছে। অর্থের উৎস হিসেবে প্রধান শিক্ষক জানান, এ কাজে সরকারি কোন অর্থ নেই। শিক্ষক, স্কুল কমিটি ও স্থানীয়দের সহায়তায় এ নামাজ ঘর নির্মাণ করা হচ্ছে। উপজেলা শিক্ষা অফিসার জাকির হোনে সরকার বলেন, সরকারি ভাবে কোন অনুদান দেঅয়া হয়নি, বরাবরেই এ প্রতিষ্ঠানটির এধরণের কাজ বিশেষ করে স্কুল কমিটি, শিক্ষক ও স্থানীয়রা সবসময় সহায়তা করে থাকেন যা অনুকরনীয়।