মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
তাবলীগ জামায়াতের সাদপন্থী ও কাদিয়ানী সম্প্রদায়কে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সৈয়দপুরে তাহেরীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর মানববন্ধন গাজীপুরের মৌচাকে ৭২ ঘন্টায় “শিহান” হত্যা মামলার রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেফতার নুরুল হিকমাহ মাদরাসায় বিশিষ্টজনদের সুধী সমাবেশ অনুষ্ঠিত সৈয়দপুরে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করে জামায়াত সৈয়দপুরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান মহান আল্লাহ মদ ও মদের অর্জিত মূল্য হারাম করেছেন সোস এর উদ্যােগে বর্ণাঢ্য  র‍্যালি ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত পীরগঞ্জে পূবালী ব্যাংকের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

সৈয়দপুরে উৎসাহ উদ্দীপনায় জন্মাষ্টমী ও দুর্গাপূজা উদযাপন করা হবে- হিন্দু কল্যাণ সমিতির সিদ্ধান্ত

প্রতিবেদক এর নাম / ৩৫ বার পড়া হয়েছে
বর্তমান সময় মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:২৩ পূর্বাহ্ন

সৈয়দপুরে উৎসাহ উদ্দীপনায় জন্মাষ্টমী ও দুর্গাপূজা উদযাপন করা হবে- হিন্দু কল্যাণ সমিতির সিদ্ধান্ত

তৌসিফ রেজা (বিশেষ প্রতিনিধি)  :

নীলফামারীর সৈয়দপুরে আগামী ২৬ আগস্ট ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ও আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে পালন করা হবে। এজন্য প্রশাসনসহ সকলের সহযোগিতা চেয়েছেন হিন্দু কল্যাণ সমিতি সৈয়দপুরের নেতৃবৃন্দ। এজন্য এখন থেকেই সবাইকে সবধরনের প্রস্তুতি নিতে বলা হয়েছে। রবিবার (১৮ আগস্ট) সন্ধ্যায় সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে (টাউন হল) হিন্দু কল্যাণ সমিতি, সৈয়দপুর আয়োজিত ওই সভায় সকলের সম্মতিতে জন্মাষ্টমী ও দুর্গাপূজা উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এসভায় সভাপতিত্ব করেন হিন্দু কল্যাণ সমিতি

সৈয়দপুরের সভাপতি এ্যাড. তুষার কান্তি রায়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য বলেন, হিন্দু কল্যাণ সমিতি সৈয়দপুরের সাধারণ সম্পাদক সুমিত কুমার আগরওয়ালা (নিক্কি)। হিন্দু কল্যাণ সমিতির সহ সভাপতি টিকেন্দ্র জিৎ রায় (মিরু)’র সঞ্চালনায় সভায় বক্তব্য বলেন, এ্যাড. সুবোধ চন্দ্র রায়, কামারপুকুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ অরুণ কুমার দাস, অধ্যাপক মনোরঞ্জন রায়, প্রভাষক দিলীপ সরকার, প্রকৌশলী তারক ব্রম্মা, দিলীপ মজুমদার,  তরুণ ছাত্র সংগঠক উত্তম কুন্ড,সাংবাদিক গোপাল রায়,নিরঞ্জন কুমার আগরওয়ালা, সাবেক কাউন্সিলর কণিকা রানী সরকার, রতন কুমার সরকার,সুশান্ত কুমার, রামসিতা মন্দরের পন্ডিত নিমাই গোস্বামী,অতুল চন্দ্র সরকার, অমল চন্দ্র দাস, কৃষ্ণ চন্দ্র রায়, কমল কান্তি রায়, নিহার রঞ্জন দাস,নন্দলাল হাজরা, কালু বাঁসফোর,বিজলী বাঁসফোর প্রমুখ। সভায় বক্তারা বর্তমান পরিস্থিতির পাশাপাশি আসন্ন জন্মাষ্টমী ও শারদীয় দুর্গোৎসব পালনের বিষয়ে ব্যাপক আলোচনা করেন। সভায় সকলের সম্মতিতে , আসন্ন জন্মাষ্টমী ও শারদীয় দুর্গাপূজা উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সৈয়দপুরে ব্যাপকভাবে পালন করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। এজন্য এখন থেকে সকলকে উৎসব উদযাপনে প্রস্তুতি নেওয়ার আহবান জানানো হয় ওই সভায়।

জানতে চাইলে হিন্দু কল্যাণ সমিতি, সৈয়দপুরের সাধারণ সম্পাদক সুমিত কুমার আগরওয়ালা (নিক্কি) বলেন, পূর্বের চাইতে এবার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ও আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সৈয়দপুরে উদযাপন করা হবে। তিনি বলেন, আমাদের এসব উৎসব স্বতস্ফূর্ত পালনে সবধরনের ব্যবস্থা নেওয়া হবে। জন্মাষ্টমী ও দুর্গাপূজা পালনে প্রশাসনসহ সকল রাজনৈতিক দল সার্বিক সহযোগিতা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর