মোঃ আতিক উল্লাহ চৌধুরী রাউজান প্রতিনিধি:
বিশ্বমানের স্বাস্থ্য সেবা চট্টগ্রামের মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল চট্টগ্রাম এর সাথে সামাজিক সংগঠন মুসাইদাহ ফাউন্ডেশন এর সাথে এক সমঝোতা চুক্তি স্বাক্ষর গত ২০ আগস্ট মঙ্গলবার সকাল ১০ টায় পার্কভিউ হসপিটাল বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। চুক্তি সাক্ষর অনুষ্ঠানে মুসাইদাহ ফাউন্ডেশন এর পক্ষে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট মুহাম্মদ আবু হাসান, জেনারেল সেক্রেটারি মোহাম্মদ নুরুদ্দিন, ডেপুটি জেনারেল সেক্রেটারি আব্দুল কাদের রুবেল এবং অর্থ সচিব সাফিউন হাসিবসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
পার্কভিউ হসপিটালের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থপনা পরিচালকজেনারেল ম্যনেজার (এডমিন) জনাব তালুকদার জিয়াউর রহমান শরীফ,ম্যানেজার (ব্র্যান্ড এন্ড মার্কেটিং) জনাব জাহেদুল ইসলাম, এসিসটেন্ট ম্যানেজার জনাব নেজাম উদ্দিন ও অনন্য কর্মকর্তাগণ।
মুসাইদাহ ফাউন্ডেশন এর সকল মেম্বার ও শুভাকাঙ্ক্ষীরা বিশেষ সুবিধা পাবেন।