সৈয়দপুরে তিস্তা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
তৌসিফ রেজা (বিশেষ প্রতিনিধি):
নীলফামারীর সৈয়দপুরে মাদক ও সন্ত্রাস থেকে যুব সমাজকে রক্ষা করার লক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে স্থানীয় ইসলাম বাগ ফিদা-আলী মিলনায়তন মাঠে ওই এলাকার তিস্তা ক্রীড়া সংস্থার আয়োজনে এই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণ করেন তিস্তা ক্রীড়া সংস্থার সিনিয়র একাদশ বনাম জুনিয়র একাদশ। শত শত দর্শক উপভোগ করে খেলাটি। খেলার শুরুতেই খেলোয়ারদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন পৌর ৩ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল ইসলাম মানিক, সাকির হোসেন ভলু প্রমূখ। পুরো খেলাটি পরিচালনা করেন রেফারি মো: মতিন। খেলায় ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন মো: রাজা। ৯০ মিনিটের খেলায় তিস্তা ক্রীড়া সংস্থার সিনিয়ির একাদশ ৪-৩ গোলে জুনিয়র একাদশকে পরাজিত করে। খেলায় সর্বোচ্চ গোল দেন সিনিয়র একাদশের দলনেতা মিজানুর রহমান মিজান।