সৈয়দপুরে আল্লামা নুরুল ইসলাম ফারুকী (রহঃ) ১০ম শাহাদাত বার্ষিকী পালন
তৌসিফ রেজা (বিশেষ প্রতিনিধি)
চ্যানেল আই-এর কাফেলা ও সত্যের পথে অনুষ্ঠানের জনপ্রিয় উপস্থাপক আলহাজ্ব আল্লামা নূরুল ইসলাম ফারুকী (রহঃ)কে – গত ২০১৪ সালের ২৭ আগষ্ট নির্মম ভাবে হত্যা করা হয়ছিল।
উনি এমন একজন সুন্নিয়াতের বীর সৈনিক ছিলেন। যিনি লাখো কোটি সুন্নি মুসলমানদের হৃদয়ে স্থান করে নিয়াছিলেন। ফারুকী রহঃ সারা দেশে ওয়াজ মাহফিল করতেন, সুন্নিয়াতের খেদমত করতেন। সুন্নিয়াতের পক্ষে যুক্তিযুক্ত প্রামাণ্য দলিল উপস্থাপন করতেন। তার মতো সাহসী কথা বলার মতো আলেম সুন্নিদের মধ্যে খুবই কম ছিলো।
আল্লাম ফারুকী রহঃ মানুষের চোখে আঙুল দিয়ে সত্য-মিথ্যা দেখিয়ে দিয়েছিলেন। তিনি জনসম্মুখে এজিদি ইসলাম ও হোসাইনি ইসলামের পরিচয় তুলে ধরতেন। এজন্যই এজিদের অনুসারীরা তাঁকে দেখতে পারত না। তিনি মাহফিলে একটা কথা বলতেন, ইসলাম দু’ভাগে বিভক্ত – একটা হোসাইনি ইসলাম আরেকটা এজিদি ইসলাম।
আজ মঙ্গলবার (২৭ আগস্ট) নীলফামারীর সৈয়দপুরে শহরের বাবু আলী কমপ্লেক্স আহলে সুন্নাত ওয়াল জামায়াত নীলফামারী জেলা শাখার উদ্যােগে আল্লামা নুরুল ইসলাম ফারুকী (রহঃ)১০ম শাহাদাত বার্ষিকী পালন করা হয়। উল্লেখ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশ নীলফামারী জেলা শাখার উপদেষ্টা আলহাজ্ব জুবায়ের আলম এমাদী, সভাপতি মাওলানা মুহাম্মদ আলি আশরাফী, সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব গোলাম আহমদ চুন্নু, সহ সভাপতি মুহাম্মদ রিদওয়ান আশরাফী, হাফেজ মাওলানা রিজওয়ান আল কাদেরী জিলানী, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মঈনুল ইসলাম আল কাদেরী, সহ. সম্পাদক শাহেদ আলি আল কাদেরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মমতাজ রসুল, সমাজ কল্যান সম্পাদক নাসিম কাদেরী, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রফেসর ফজলার রহমান নাসিম, সহ. প্রচার সম্পাদক মাহবুব হাসান, সহ. প্রকাশনা সম্পাদক নাসিম রেযা, সংস্কৃতি বিষয়ক সম্পাদক শাহিদ রেযা, মাওলানা শাহজাদা হোসেন আশরাফী, হাফেজ আব্দুল ওয়াহেদ আশরাফী প্রমুখ।
সুন্নীয়তের এই ক্লান্তিলগ্নে শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকীকে শ্রদ্ধাভরে স্মরণ করে এবং হুজুরের বিদেহি আত্মার মাগফেরাত কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।