সৈয়দপুরে মাহে রবিউল আউয়াল কে স্বাগত জানিয়ে আঞ্জুমান এ গাউসিয়ার বর্ণ্যাঢ র্যালি
তৌসিফ রেজা (বিশেষ প্রতিনিধি)
বিশ্বমানবতার মুক্তির দূত রাসুলে করিম (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম.) এর ধরাধামে শুভাগমনের মাস পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে আজ বুধবার (৪ সেপ্টেম্বর) নীলফামারীর সৈয়দপুরে আঞ্জুমান এ গাউসিয়ার ব্যবস্থাপনায় বর্ণ্যাঢ স্বাগতম র্যালি বের করা হয়।
শহরের পুরাতন মুন্সিপাড়া অবস্থিত খানকাহ আলিয়া আশরাফিয়া আহমাদিয়া জান্নাতুন নাইম থেকে বাদ নামাজে মাগরিব হাফেজ ও মাওলানা মোহাম্মদ আলী মেজবাহির সভাপতিত্বে উল্লেখ্য র্যালিটি বের করা হয়।
র্যালিটি শহরের শেরে বাংলা সড়ক,শহিদ ডা.জিকরুল হক রোড,পাঁচ মাথা মোড় প্রদিক্ষণ করে আবার খানকাহ জান্নাতুন নাঈম এ এই র্যালিটির সমাপ্তি ঘোষণা করা হয়।
উক্ত র্যালিতে আঞ্জুমান এ গাউসিয়া, আঞ্জুমান এ আশরাফিয়া, নাঈম উল আউলিয়া ফাউন্ডেশন, তালিমাত এ সুফিয়া মিশন ও আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতি পরিলক্ষিত হয়
এছাড়া শত শত ধর্মপ্রাণ মুসল্লিরা এই স্বাগতম র্যালিতে অংশগ্রহণ করেন।
শেষে দোয়া–মুনাজাতের মাধ্যমে বর্ণাঢ্য র্যালির সমাপ্তি ঘটে।