সৈয়দপুরে পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সা.) কে স্বাগত জানিয়ে বর্ণ্যাঢ র্যালি:আয়োজনে আহলে সুন্নাত ওয়াল জামায়াত
তৌসিফ রেজা (বিশেষ প্রতিনিধি):
নীলফামারীর সৈয়দপুরে পবিত্র মাহে রবিউল আউয়াল কে স্বাগত জানিয়ে বিশাল স্বাগতম র্যালি বের করা হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) শহরের জিআরপি চত্বর হতে এই র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা থেকে সম্প্রতি ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বিজ্ঞপ্তিতে ঈদে মিলাদুন্নবী থেকে ঈদ বাদ দেওয়ার তীব্র প্রতিবাদ জানানো হয়।
আহলে সুন্নাত ওয়াল জামায়াত নীলফামারী জেলা শাখা এই স্বাগত র্যালির আয়োজন করে। এতে জুমা নামাজের পর বিভিন্ন মসজিদ, খানকাহ, মাদ্রসা থেকে শত শত ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন ধর্মীয় সামাজিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। ‘নুর নবীর আগমন, শুভেচ্ছা স্বাগতম’, ‘সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন্নবী’, ‘নারায়ে রিসালত-ইয়া রাসুলাল্লাহ’ শ্লোগানে এসময় মুখরিত হয়ে ওঠে পুরো শহর।
পরে জিআরপি চত্বরে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা, সালাতো সালাম ও দোয়া অনুষ্ঠান। উল্লেখ্য র্যালিতে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মাওলানা মোহাম্মদ আলী মিসবাহী আশরাফি । উক্ত র্যালিতে গঠনমূলক আলোচনা করেন মাওলানা মঈনুল ইসলাম আল কাদেরী, হাফেজ মাওলানা রিদওয়ান আল কাদেরী, মেরাজ রাসুল, রিদওয়ান আশরাফী, সৈয়্যদ পাপ্পু বাকশি, আজহার সুলতান রিজভী,খলিফা ইসলাম, নাদিম আশরাফী, আসিফ আশরাফী, মাওলানা শাহজাদা আশরাফী প্রমুখ। এছাড়া বিভিন্ন খানকাহ দরবার ও আহলে সুন্নাতের অন্যান্য ব্যক্তিগণ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, পবিত্র ঈদ এ মিলাদুন্নবী শুধু বাংলার নয় পুরো বিশ্বের মুসলমানদের হৃদয়ে লালিত এক পবিত্র দিবস। পৃথিবীর সবচেয় বড় আনন্দ র্যালি কিন্তু আমাদের বাংলাদেশেই হয়। এটি আমাদের অন্যতম পবিত্র সংস্কৃতি। কিন্তু সম্প্রতি ঈদ মিলাদুন্নবী থেকে ঈদ শব্দটি বাদ দিয়ে যে প্রজ্ঞাপন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক দেওয়া হয়েছিল তা দেখে দেশের কোটি কোটি সুন্নীদের হৃদয়ে আঘাত লেগেছে। যদিও তীব্র প্রতিবাদে পরে তা সংশোধন করা হয়। বক্তারা আরও বলেন, আমরা এই শোভাযাত্র থেকে স্পষ্টভাবে বলে দিতে চাই ঈদ মিলাদুন্নবী (সা:) নিয়ে কোন ষড়যন্ত্র আমরা সহ্য করবো না।
পরে সালাতো সালাম ও মোনাজাতের দেশবাসী ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়ার মাধ্যমে শেষ হয় উল্লেখ্য র্যালিটি।