সৈয়দপুরে আঞ্জুমান এ আশরাফীয়ার উদ্যােগে বিনামূল্যে গণ সুন্নাতে খাতনা অনুষ্ঠিত
তৌসিফ রেজা (বিশেষ প্রতিনিধি):
নীলফামারীর সৈয়দপুরে আঞ্জুমান এ আশরাফীয়া চ্যারিটেবল ট্রাস্ট সৈয়দপুরে উপজেলা শাখার উদ্যােগে বিনামূল্যে গণ সুন্নাতে খাতনা ও বস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার ১৩ সেপ্টেম্বর শহরের উত্তরা আবাসনে
ঢেলাপীর প্রাইমারি বিদ্যালয়ে ১৫ জন সুবিধাবঞ্চিত শিশুকে সুন্নতে খাতনা দেওয়া হয়েছে।
১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও হুজুর ক্বায়েদে মিল্লাত সৈয়্যদ শাহ্ মাহমুদ আশরাফ আশরাফী আল জিলানী (মা.জি.আ.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষ্যে এই কর্মসূচি পালন করা হয়েছে। এছাড়া ওই শিশুদের পাঞ্জাবি, টুপিসহ আনুষাঙ্গিক জিনিসও দেওয়া ট্রাস্টের পক্ষ থেকে।
এ সময় উপস্থিত ছিলেন খানকাহ আলিয়া আশরাফীয়া হাসানিয়া সারকারে কাঁলার সৈয়দপুরের সভাপতি শেখ নিজাম উদ্দিন আশরাফি, সাধারণ সম্পাদক আহমেদ আলী আশরাফী, আঞ্জুমানে আশরাফীয়া সৈয়দপুর শাখার সাধারণ সম্পাদক শেখ শামসুদ্দিন আশরাফী।
এছাড়া উপস্থিত ছিলেন আঞ্জুমানে আশরাফীয়া চ্যারিটেবল ট্রাস্টের সহ সভাপতি হাফেজ ও মাওলানা হিরা আশরাফী,প্লাজা মসজিদের খতিব ও ইমাম মাওলানা সাজ্জাদ আশরাফি, রায়হান আশরাফী, মেরাজ আশরাফী, আল-আমিন আশরাফী, বাদশা আশরাফী, আসমিত আশরাফী,রেহান আশরাফী,ফরিদ আশরাফী প্রমুখ।
অনুষ্ঠানের এক পর্যায়ে শাহজাদায়ে কায়িদে মিল্লাত সৈয়দ মুঈন আশরাফ আশরাফি আল জিলানী অনলাইনে দোয়া ও ভূয়সী প্রশংসা করেন।
উল্লেখ্য অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শেখ শামসুদ্দিন সাম্মু আশরাফী।