সৈয়দপুরে নাতে রাসুল (সা.) ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত, আয়োজনে: তালিমাতে সুফিয়া মিশন
তৌসিফ রেজা (বিশেষ প্রতিনিধি)
নীলফামারীর সৈয়দপুরে পবিত্র ঈদ এ মিলাদুন্নাবী (সা.) উপলক্ষে তালিমাতে সুফিয়া মিশন বাংলাদেশ ইউনিট নাতে রাসুল (সা.) ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত করেছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর)শহরের হানিফ মোড় সংলগ্ন নাঈম খান এমাদি আশরাফীর বাসভবনে উল্লেখ্য অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমান এ গাউসিয়ার সাধারণ সম্পাদক আলহাজ্ব তসলিম আশরাফী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরে তরিকত হাফেজ বেলাল কাদেরী ও পীর নেজাম শামসী,খলিফা ফাহিম আশরাফী,হাফেজ নেসার বাখশি । অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবিদ আশরাফী, নেহাল আশরাফী,আরমান কাদেরি,খলিফা আসিফ আশরাফি প্রমুখ। অনুষ্ঠানটি বাদ নামাজে এশা পবিত্র কুরআন শরীফ তেলাওয়াত ও হালকা জিকিরের মাধ্যমে শুরু হয়।
অনুষ্ঠানে হামদ, নাঁত ও নাশিদ পরিবেশনা করেন,আনোয়ার রেজা আশরাফি, শাহিদ রেজা আশরাফি, আনোয়ার আশরাফি, মুন্না মাস্টার, ইমরান আশরাফি মিঠু,শাহজাদা আশরাফি, ইমরান আশরাফি,সারওয়ার আশরাফি (খুলনা)।
এছাড়া উক্ত সংগঠনে সাধারণ সম্পাদক আনোয়ার রেজা আশরাফি বলেন, পবিত্র ঈদ এ মিলাদুন্নাবী (সা.) কে কেন্দ্র করে আমাদের এই আয়োজন, অপসংস্কৃতি থেকে রক্ষা পেতে ইসলামি সংস্কৃতি চর্চার কোন বিকল্প নেই।
তালিমাতে সুফিয়া মিশন বাংলাদেশ ইউনিট তৃণমূল পর্যায়ে নাত শিল্পীদের সুপ্তপ্রতিভাকে বিকশিত করতে চায়।
অনুষ্ঠানের এক পর্যায়ে মোনাজাতে দেশবাসী ও ছাত্র জনতা আন্দোলনে শহিদদের আত্নার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খলিফা সৈয়দ আসিফ আশরাফি।