সৈয়দপুর রাজনৈতিক জেলা শ্রমিক দলের কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত
তৌসিফ রেজা (বিশেষ প্রতিনিধি) :
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের কার্যক্রম গতিশীল করতে সৈয়দপুর রাজনৈতিক জেলা শ্রমিক দলের কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক। বিশেষ অতিথি ছিলেন বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম, জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আবদুল গফুর সরকার ও সাধারণ সম্পাদক মো. শাহীন আকতার শাহীন। এতে সভাপতিত্ব করেন শ্রমিকদলের রংপুর বিভাগীয় যুগ্ম আহবায়ক এ্যাড.
কাজী আমিরুল ইসলাম ফকু।
সৈয়দপুর রাজনৈতিকজেলা বিএনপির সহ সভাপতি শফিকুল ইসলাম জনির সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা আলহাজ্ব শওকত চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সামছুল আলম, সাংগঠনিক সম্পাদক
যথাক্রমে আনোয়ার হোসেন প্রমানিক, এম এ পারভেজ লিটন, মানোয়ার হোসেন মন্টু, বিএনপি নেতা প্রভাষক শওকত হায়াত শাহ, কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ বাবলু, জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, সাধারন সম্পাদক মমিনুল ইসলাম রাব্বী প্রমূখ। বক্তারা বলেন, মেধা ও দক্ষতার ভিত্তিতে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পর্যায়ে শ্রমিক দলের কমিটি গঠন করা হবে। সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি ও ছাত্র জনতার গণআন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া-মুনাজাত পরিচালনা করা হয় ।