সৈয়দপুরে ঈদ এ মিলাদুন্নাবী (সা.) উপলক্ষ্যে বর্ণ্যাঢ শোভাযাত্রা অনুষ্ঠিত, ভূয়সী প্রশংসা করলেন সৈয়দ জামাল আশরাফ জিলানী
তৌসিফ রেজা (বিশেষ প্রতিনিধি):
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হলো ইসলামের শেষ নবী ও রাসুল হযরত মুহম্মদ (সা.)-এর জন্মদিন। বাংলাদেশসহ মুসলিম বিশ্বের অনেক স্থানে এটি বিশেষ ধর্মীয় ও সামাজিক আচার-অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়।
নীলফামারীর সৈয়দপুরে লক্ষাধিক নবী প্রেমিকরা আজ ঈদে মিলাদুন্নাবী (সা.) এক বর্ণ্যাঢ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন, আয়োজক বরাবরের মতো আঞ্জুমান এ গাউসিয়া। আঞ্জুমান এ গাউসিয়া দীর্ঘ চার দশকের অধিক সময় ধরে এই শোভাযাত্রার আয়োজন করা আসছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) লাখো মানুষের উপস্থিতিতে যথাযথ মর্যাদা আর ধর্মীয় ভাবগম্বীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে দিনটি। আজকে মোদের খুশির দিন-বিশ্ব নবীর
জন্মদিন, বিশ্ব নবীর আগম শুভেচ্ছা স্বাগতম, নারায়ে রিসালাত ইয়া রাসুলাল্লাহ ¯স্লোাগানে মুখোরিত হয়ে পড়ে গোটা সৈয়দপুর। কানায় কানায় নবী প্রেমিকের দ্বারা পূর্ণ হয়ে পড়ে পুরো শহর।
আঞ্জুমানে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামায়াতের তত্বাবধানে
বিরাট এই শোভাযাত্রার নেতৃত্ব দেন পীরে কামেল মুফতী আব্দুর রহমান (মা.জি.আ) । উল্লেখ্য শোভাযাত্রাটি শহরের রেলওয়ে মাঠ হতে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে বিভিন্ন
পাড়া মহল্লা, খানকাহ, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় সংগঠনের ব্যানারে খন্ড খন্ড মিছিল রেলওয়ে মাঠে এসে সংহত হয়। প্রত্যেকের হাতে শোভা পাচ্ছিল সবুজ ও কালেমা খচিত পতাকা। বিভিন্ন সাজে সজ্জিত করা হয় শতাধিক যানবাহন।
মিছিল শেষে রেলওয়ে মাঠে অনুষ্ঠিত হয় মিলাদে মোস্তাফা। এতে আয়োজক সংগঠনের অন্যতম সদস্য সৈয়দ আসিফ আশরাফি ও খালিদ আজম আশরাফির সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন আঞ্জুমান এ গাউসিয়ার সাধারণ সম্পাদক হাজী মুহাম্মদ তসলিম আশরাফি তাছাড়া ধারাবাহিকভাবে নানা গঠনমূলক আলোচনা করেন ঐতিহাসিক
চিনি মসজিদর ইমাম ও খতিব মাওলানা শাহীদ রেজা রিজভী, খলিফা মেরাজ রাসুল কাদেরী, মাওলানা
মোহাম্মদ আলী মিসবাহী আশরাফী, মাওলানা ইমরান হাবিব আশরাফী, মাওলানা মঈনুল ইসলাম
কাদেরী, মাওলানা রিদওয়ান কাদেরী। এছাড়া বক্তব্য রাখেন নীলফামারী-৪ আসনের সাবেক সংসদ সদস্য সিদ্দিকুল আলম, সিদ্দিক, সাবেক উপজেলা চেয়ারম্যান রিয়াদ আরফান সরকার রানা, সাবেক এমপি শওকত চৌধুরী, জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকারপ্রমুখ।
এতে সভাপতিত্ব করেন আঞ্জুমানে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি আলহাজ্ব নুরুদ্দিন আশরাফী। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় পীর মাশায়েখ, উলেমায়ে কেরাম, বিভিন্ন মসজিদের ইমাম, স্থানীয় রাজনীতিবিদগনসহ লাখো ঈদে মিলাদুন্নাবী( সা.) আশেকরা। বিরাট এই জুলুসকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।
মাঠে আঞ্জুমান এ আশরাফিয়া, আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশন, সোস্যাল ওয়ালফেয়ার, শেখ সাদ কমপ্লেক্সের পক্ষ থেকে শরবত, পানি,ও নাস্তার ব্যবস্থা করা হয়।
আহলে সুন্নাত ওয়াল জামায়াতের বিভিন্ন অঙ্গসংগঠন নাঈম উল আউলিয়া ফাউন্ডেশন, আলা হযরত ইমাম আহমাদ রেজা ফাউন্ডেশন, আঞ্জুমানে আশরাফিয়া, ফায়জানে তেগিয়া, ফায়জানে ইমাম আজম আবু হানিফা কমিটি, গাউসিয়া কমিটি, রেজা একাডেমী, নুর নাত কাউন্সিল, আশিকানে আউলিয়া কমিটি গোলাহাট, দাওয়াতে ইসলামী, নওজয়ানে আহলে সুন্নাত, ফয়জানে মাখদুম আশরাফসহ
শতাধিক সুফিবাদী সংগঠন বিভিন্ন পাড়া মহল্লা থেকে এতে অংশ নেন। ফলে নিমিষেই জনসমুদ্রে পরিণত হয় গোটা সৈয়দপুর শহর। পরে সালাতো সালাম এবং সব শেষে দেশ জাতির কল্যানে মোনাজাতের মাধ্যমে শেষ হয় উত্তরবঙ্গের বৃহত্তম এই মিলাদুন্নবীর আয়োজন।
উক্ত সংগঠনের পৃষ্ঠপোষক সৈয়দ জামাল আশরাফ আশরাফি আল জিলানী (ভারত) বলেন, মহানবী (সাঃ) এর আদর্শ অনুকরণের মাধ্যমে প্রকৃত সফলতা অর্জন সম্ভব, মহানবী (সাঃ) তাওহীদদের মহান বার্তা নিয়ে পৃথিবীতে এসেছিলেন আমাদের সকলের উচিত তাঁর আদেশ নিষেধ পালন করা।
তিনি আরও বলেন যারা এই শোভাযাত্রাকে সফল করার লক্ষ্যে দিন রাত পরিশ্রম করেছেন তাদের সকলকে অসংখ্য সাধুবাদ, এছাড়া সংগঠনের সকল সদস্যর তিনি সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।