সৈয়দপুরে বিনামূল্যে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত
তৌসিফ রেজা (বিশেষ প্রতিনিধি) :
নীলফামারীর সৈয়দপুরে বিনামূল্যে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন "কেয়ার অফ সৈয়দপুর" স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে ওই ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের আয়োজন করে। শনিবার (২১ সেপ্টেম্বর)
শহরের ফাইভ স্টার মাঠে আয়োজিত ওই ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে অতিথি ছিলেন সৈয়দপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর শাহীন আক্তার শাহীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেয়ার অফ সৈয়দপুরের উপদেষ্টা মোহাম্মদ সুফি আজমল। সংগঠনটির সভাপতি শুভ শেখের সঞ্চালনা আরও উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমান আলী, মো. সাবির, মো. প্রিন্স, মো. আরমান, মো. বাবলু, মো. সোহেব রাজ, মো. ফাইসাল, মো. বাপ্পী হাসান প্রমুখ।
ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় ছাড়াও বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ পরীক্ষা করা হয়। এতে সহযোগিতা করে সৈয়দপুর নার্সিং ইনস্টিটিউট। সার্বিক পরীক্ষা নিরীক্ষার তত্বাবধানে ছিলেন মেডিসিন ও কার্ডিওলজি বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ তৌফিক ইমাম।