ভারতে হযরত মুহাম্মদ (সা.) – কে কটুক্তি করায় সৈয়দপুরে আহলে সুন্নাতের উদ্যােগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
তৌসিফ রেজা (বিশেষ প্রতিনিধি)
চলতি মাসের শুরুতে ভারতে হিন্দু ধর্মগুরু রামগিরি মহারাজ ও ক্ষমতাসীন বিজিপির এক বিধায়ক নিতেশ রানা মহানবী হযরত মুহাম্মদ( সা.) কে কটুক্তি করে নানা কুরুচিপূর্ণ মন্তব্য করে।
তাদের এই অবমাননাকর মন্তব্যর প্রতিবাদে আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) নীলফামারীর সৈয়দপুরে আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর উদ্যােগে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বের করা হয়।
পবিত্র জুমার নামাজের পর শহরের বিভিন্ন স্থান থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা খন্ড খন্ড মিছিল নিয়ে জিআরপি চত্ত্বরে সমবেত হন। তারপর আহলে সুন্নাত ওয়াল জামায়াত নীলফামারি জেলা শাখার সভাপতি খলিফা আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আলী আশরাফির নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের বিভিন্ন স্থান প্রদিক্ষিণ করে, মিছিলে ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসুলুল্লাহ( সা.),নবীর দুশমনের দুই গালে, ‘জুতা মারো তালে তালে’, বিশ্বনবীর অপমান, সইবে না রে মুসলমান’সহ বিভিন্ন স্লোগান দিতে দিতে আবারও জিআরপি চত্ত্বরে আসে।
বৃষ্টিতে ভিজে বিক্ষোভ সমাবেশে অংশ গ্রহণ করেন বিভিন্ন বয়সীরা। বিক্ষোভ সমাবেশে মাওলানা মোহাম্মদ আলী আশরাফির সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন খলিফা সৈয়দ আসিফ আশরাফি, তারপর ধারাবাহিকভাবে বক্তব্য রাখেন হাফেজ ও মাওলানা রিজওয়ান আল কাদেরী জিলানী, মাওলানা ইমরান হাবিব আশরাফি, মাওলানা সাজ্জাদ আশরাফি ও সৈয়দ মমতাজ রাসুল মুখতারি ।
বিশ্ব নবীকে কটূক্তির নিন্দা জানিয়ে বিক্ষোভকারীরা বলেন, মানবতার শ্রেষ্ঠ মহামানব হযরত মোহাম্মদ (সা.)-কে অপমান করার মধ্যে দিয়ে মানবতার আদর্শকে অপমান করা হয়। পৃথিবীর কোনো ধর্মই অন্য ধর্মকে কটূক্তি করতে শেখায় না।এসব ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানানো হয়।
পরিশেষে সংগঠনের সভাপতি মোনাজাতের মাধ্যমে উল্লেখ্য কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।
উক্ত বিক্ষোভ সমাবেশটি সঞ্চালনা করেন খালিদ আজম আশরাফি,সালাতো সালাম পরিবেশনা করেন হায়দার আলী হায়দার এমাদি।