নবাগত পৌর প্রশাসকের সাথে সৈয়দপুর শহর জামায়াতের মতবিনিময়
তৌসিফ রেজা (বিশেষ প্রতিনিধি)
সৈয়দপুর শহর জামায়াতে ইসলামীর সাথে নবাগত পৌর প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১১ টায় সৈয়দপুর পৌরসভার পৌর প্রশাসকের কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পৌর প্রশাসক নুর-ই-এলাহী সিদ্দিকী। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম। সৈয়দপুর শহর জামায়াতের আমীর শরফুদ্দিন খানের নেতৃত্বে সংগঠনটির ১৫ টি ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারিরা সভায় অংশ নেন।
জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর স্থানীয় সরকার সারাদেশের পৌর কাউন্সিলরদের অপসারণ করে পৌর প্রশাসকের নেতৃত্বে সাত সদস্য বিশিষ্ট কমিটিকে পৌরসভা পরিচালনার দায়িত্ব দেয়। নবাগত পৌর প্রশাসক দায়িত্ব নেয়ার পর আজ রবিববার সৈয়দপুর জামায়াত নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। সভা অন্যদের মধ্যে বক্তব্য বলেন সংগঠনটি সৈয়দপুর শহর আমীর শরফুদ্দিন খান, সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলী, সহকারি সেক্রেটারি আব্দুল মোমেন, সৈয়দপুর কাচামাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তোফায়েল মো. আযম, কামারপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মুয়ীদ, উপজেলা কর্মপরিষদ সদস্য রেজওয়ানুল হাসান, শিক্ষক ও সাংবাদিক সাহাবাজ উদ্দিন, পেশাজীবি পরিষদের সেক্রেটারি মো. ফারহান, সাবেক ছাত্রনেতা শফিকুল ইসলাম, ১ নং ওয়ার্ডের সেক্রেটারি মাহবুব হোসেন, ২ নং ওয়ার্ড সভাপতি শাহীদ শামীম, ১০ নং ওয়ার্ড সভাপতি শরীফুল ইসলাম, ১১ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক প্রভাষক আরশাদ আলী, ১৩নং ওয়ার্ড সেক্রেটারি আল আমিন, ১৪ নং ওয়ার্ড সভাপতি আফজাল, বাজার ইউনিটের খুরশীদ আলম, হাওয়ালদারপাড়া ইউনিটের মঞ্জুর আলম প্রমুখ।
নবাগত পৌর প্রশাসক জামায়াত নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করে বলেন, পৌর নাগরিকদের নাগরিক সেবা নিশ্চিত করার চেষ্টা করব। পৌরসভার আয় ব্যয়ের হিসাব ইতিমধ্যে চাওয়া হয়েছে। আমরা আজকের মধ্যেই সরকারের কাছে তা পাঠাবো। তিনি জামায়াত নেতাদের উদ্দেশ্য করে বলেন, আপনারা পৌরসভার গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। এসব বিষয়গুলো মাথায় রেখে কাজ করবো।
সংগঠনটির আমীর বলেন, পৌরসভা যাবতীয় সমস্যা সমাধানে জামায়াত সহযোগিতা করবে। তিনি নাগরিক সেবা নিশ্চিত করা, যানজট নিয়ন্ত্রণ, ফুটপাত দখলমুক্ত করা, সড়ক, বাতি ও ড্রেণ সংস্কারসহ গুরুত্বপূর্ণ বিষয়ে নবাগত পৌর প্রশাসককে পরামর্শ দেন।
মতবিনিময় শেষে জামায়াত নেতারা নবাগত পৌর প্রশাসককে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেন।