সামাজিক সংগঠন হৃদয়ে সৈয়দপুর’র পক্ষ থেকে সেরা রক্তদাতা ও রক্তযোদ্ধাদের সম্মাননা প্রদান
তৌসিফ রেজা (বিশেষ প্রতিনিধি)
নীলফামারীর সৈয়দপুরে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হৃদয়ে সৈয়দপুর’র পক্ষ থেকে সেরা রক্তদাতা ও রক্তযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নতুন বাবুপাড়াস্থ আদিবা কনভেনশন হলে আয়োজত এক অনুষ্ঠানে ওই সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আব্দুল গফুর সরকার। এতে বিশেষ অতিথি ছিলেন শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও আলহাজ্ব মো. জয়নাল আবেদীন, লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম রেজা, সমাজসেবক ও ব্যবসায়ী রবিউল আউয়াল রবি এবং বুলবুল
সরকার।
হৃদয়ে সৈয়দপুর’র সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি এম মাসুদ পারভেজ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য বলেন সৈয়দপুর মহিলা ডিগ্রী কলেজের জ্যেষ্ঠ প্রভাষক শিউলি বেগম, সংগঠনের প্রতিষ্ঠাতা সোহেল রানা ও যুগ্ম সম্পাদক বিজয় এন কে খলিল, পার্বতীপুরের এরফান খান লাল, রাণীরবন্দরের এস কে নীরব, নীলফামারী সদরের মো. রায়হান শাহ, চিরিরবন্দরের আব্দুল্লাহ -আল হাবিব প্রমুখ। অনুষ্ঠানে নীলফামারী, সৈয়দপুর, ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ, রংপুর,
দিনাজপুর, পার্বতীপুর, বীরগঞ্জ, তারাগঞ্জ, রাণীরবন্দর, চিরিরবন্দর উপজেলার সর্বমোট ৮৫ জন সেরা রক্তদাতা ও রক্তযোদ্ধাদের সম্মাননা প্রদান এবং একটি করে ক্রেস্ট প্রদান করেন অতিথিরা।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, সুধীজন, সাংবাদিকসহ সংগঠনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৮ সালে হৃদয়ে সৈয়দপুর স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনটি মানবসেবার ব্রত নিয়ে যাত্রা শুরু করে। এরপর থেকে সংগঠনটি বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে। সংগঠনটি ইতিমধ্যে সৈয়দপুর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে নিবন্ধনও লাভ করেছে।