অচৈতন্য মনুষ্যত্ব
শাহজালাল সুজন
বিদ্যাপীঠের দুয়ারে আজ
চলছে জ্ঞানের খরা,
মানুষ মারে আদর করে
খাওয়ায় এনে ডেকে ঘরে
সবই পাপের ঘড়া।
মারধর চলে মসজিদ মাঝে
নামাজেতে এসে,
মূর্খ জাতি জ্ঞানে অন্ধ
কথা ছুঁড়ে লাগে দ্বন্দ্ব
দেশটা গেল ভেসে।
জ্বালাও পোড়াও ভাংচুর করো
হিংস্র বাঘের থাবায় ধরো
পশুর স্বভাব মনে,
উলঙ্গ আজ মেধার দেহ
পোষাকে তাই ঢাকে কেহ
পরিচয় পায় ক্ষণে।
আঁধার ঘেরা শিক্ষা নিয়ে
ক্যামনে তোমরা মানুষ?
আক্কেলে আজ ভাটায় পড়ে
বিবেকের প্রাণ মরছে চরে
মেকি সাজে ফানুস।